UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক -২

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর হরিণটানা থানা এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জিরোপয়েন্ট চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করেন হরিণটানা থানা পুলিশ। অপরদিকে হরিনটানা থানা এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার লবনচরা থানার এস আই রুবেল মোহন্ত জানায়, হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট চৌরাস্তা মোড়স্থ তামান্না ইলেক্ট্রনিক্সের সামনে অভিযান চালিয়ে আবু হাসান (২৫) নামে যুবককে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও হিরো হাংক মোটোরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাসান সাতক্ষীরা আশাশুনী থানাধীন গুনাকরকাঠী দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে। এঘটনায় সোমবার ওই আসামির বিরুদ্ধে হরিনটানা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-৬।

অপরদিকে, হরিনটানা থানা এলাকা থেকে তরিকুল ইসলাম(৩৫) নামে একজনকে গ্রেফতার করেন  পুলিশ। ওই সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। সে সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

(ঊষার আলো-আরএম)