৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা চাচা ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ আমানের ভাই ও ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
শুক্রবার (২৯ নভম্বর) রাত সাড়ে ১১টায় দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তার অবস্থা আংশকাজনক বলে জানা গেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তার আত্মীয় স্বজনরা তাকে ওই রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। প্রথমে ধারনা করা হয় সন্ত্রাসীরা তাকে গুলি করেছিল। পরে জানা যায় তাকে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত আমিন মোল্লা ওই এলাকার বাসিন্দা মৃত বারেক মোল্লার পুত্র।
খুলনার ডিসি (দক্ষিণ) উপ-পুুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান মিঠু বলেন, গুলিবিদ্ধ ঘটনার কথা শুনেনি, তবে একটি ঘটনাকে কেন্দ্রে করে প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে খুলনা থানার ওসি আছেন। তার সাথে একটু যোগাযোগ করেন। এ ব্যাপারে খুলনা সদর থানা ওসিকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
ঊ-আ-এইচআর