UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ব্যবসায়ীকে হাত-পা বেঁধে টাকা ছিনতাই

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরী হরিনটানা থানাধীন জয় বাংলা মোড়ে ব্যবসায়ী মোঃ আল আমিন শেখকে হাত-পা বেঁধে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১৭ ফেব্রুয়ারী) রাত পৌনে ১২টায় খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয় বাংলার মোড় মিন্টু সড়কের বাম পাশে মোঃ আল-আমিন শেখ তিনি বাসা থেকে বের হয়ে দোকানের উদ্দেশ্যে উপরোক্ত স্থানে পৌঁছান । পরে তার প্রস্রাবের চাপ আসলে তিনি তার দোকানের পাশে প্রস্রাব করতে বসেন । বসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর করে তার মুখে কাপড় গুঝিয়ে দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তার কাছে থাকা এক পকেটে ৫০,০০০ টাকা হাজার টাকা এবং পিছন পকেটে থাকা ১২,০০০ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাকে বস্তায় করে ওই স্থানে ছোট্ট একটি ডোবায় ফেলে চলে যায়। পরবর্তীতে ওই স্থান দিয়ে তার প্রতিবেশী রুবেল যাচ্ছিলেন রাস্তার পাশে সেন্ডেল পড়ে থাকতে দেখে একটু সামনে গিয়ে দেখে অর্ধবস্তায় হাত পা বাধা অবস্থায় আল-আমিন শেখ পড়ে আছে। পরে তার বাড়ির আত্মীয়-স্বজনকে খবর দিলে বাড়ি আত্মীয়-স্বজন তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সার্জারি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। সে জয় বাংলা মোড় এলাকার বাসিন্দা মোঃ ওলিয়ার রহমান এর পুত্র।

ঊআ-বিএস