UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

pial
জুলাই ১৯, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, রূপসার দুর্জনীমহল মোল্লাপাড়া এলাকার মোঃ রফিক মোল্লা(৫০) এবং খালিশপুরের মুজগুন্নি উত্তরপাড়ার মোঃ হুমায়ন কবির প্রিন্স শেখ(৩৮)। তাদেরকে মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)