UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন আতঙ্ক ‘মাঙ্কিপক্স’ বেশি ছড়াচ্ছে ইঁদুরের মাধ্যমে

pial
মে ২০, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ‘মাঙ্কিপক্স’। করোনা ভাইরাস মহামারির মধ্যে নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১৯৭০ সালে কঙ্গোতে প্রথম এই সংক্রামক ভাইরাসের খোঁজ মেলে।

সম্প্রতি ইংল্যান্ডের এক বাসিন্দা এ বিরল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারিভাবে ব্রিটেনের স্বাস্থ্য অধিদপ্তর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মে) পতু‌র্গাল জানিয়েছে, দেশটিতে ৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও স্পেনে ২৩ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য বলেছে, তাদের এক বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঐ ব্যক্তি সম্প্রতি কানাডা সফর করে দেশে ফেরেন। যুক্তরাজ্য চলতি মাসের প্রথমেই তাদের দেশে প্রথম শনাক্তের বিষয়টি নিশ্চিত করে।

নাক, মুখ, চোখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও সংক্রমণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ভাইরাসটি খুবই সংক্রামক বলে সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এটি এক বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত, গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাস এতই বিরল যে, এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি জানতে পারেননি চিকিৎসকরা।

মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার কিছু দেশে এ ভাইরাসের খোঁজ মেলে। নাম ‘মাঙ্কিপক্স’ হলেও একাধিক বন্যপ্রাণির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। তবে এটি সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্তদের শরীরে প্রাথমিক উপসর্গের মধ্যে জ্বর, মাথাব্যথা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণের পাশাপাশি হতে পারে কাঁপুনি ও ক্লান্তি। দেহের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে ও সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে মুখে। আস্তে আস্তে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

(ঊষার আলো-এসএইস)