UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন চার মন্ত্রী নিয়োগ দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ঊষার আলো
মে ১৫, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নতুন চার মন্ত্রী নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে।  শনিবার (১৪ মে) নিজ দল পদুজানা পারামুনার চার সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। এই চারজনই গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন।

নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জি এল পেইরিস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়ে দিনেশ গুনাবর্ধনে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে কাঞ্চা ওয়াইজেসেকরা এবং আরবান ডেভোলপমেন্ট অ্যান্ড হাউজিং মন্ত্রণালয়ে প্রসন্ন রানাতুঙ্গা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া।রনিলকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগকে শ্রীলঙ্কার বিরোধীদলসহ অধিকাংশ জনগণই ভালোভাবে নেয়নি।তারা মনে করে রনিল রাজাপক্ষে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠদের একজন।

টানা বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। বিক্ষোভকারীদের হামলা থেকে বাঁচাতে পরে মাহিন্দাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

ঊষার আলো-এসএ