UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

ঊষার আলো
মে ২৫, ২০২১ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুমিল্লার হোমনার কাঁঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এসময়ে আহত হয়েছে আরও ২ জন।
২৪ মে সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার জগন্নাথকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- আফাজ উদ্দিন ওরফে আফাল মিয়ার মেজো ছেলে মো. আলমগীর (৩৮) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫)।
আহত ২ জন হলেন- অমূল্য চন্দ্র দাস (৪৫) ও নেপাল চন্দ্র দাস (৬০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অমূল্য চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ১নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে রাতেই আহতদের উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের নিয়মানুযায়ী দাফন-কাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

(ঊষার আলো- এম.এইচ)