UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নদীর স্রোতে ভেসে যাওয়া জীবিত হরিণ উদ্ধার করলো জেলেরা, বনে ফেরত পাঠালো বনবিভাগ

koushikkln
মার্চ ২৯, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মোংলার জয়মনি এলাকায় পশুর নদী থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে জেলেরা। পরে জেলেরা হরণটি বনবিভাগের কাছে বুঝিয়ে দেন। বনবিভাগ হরিণটিকে পুনরায় বনে ছেড়ে দিয়েছে।
সোমবার (২৯ মার্চ)দুপুরের দিকে হরিণটি পশুর নদীর পশ্চিম পাড়স্থ সুন্দরবন থেকে সাঁতরিয়ে/ভেসে পূর্ব পাড়ের লোকালয়ের দিকে যাচ্ছিল। এ সময় পশুর নদীতে থাকা জেলেরা হরিণটিকে উদ্ধার করে। খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ বনপ্রহরীরা ঘটনাস্থলে পৌঁছালে জেলেরা হরিণটি তাদেরকে বুঝিয়ে দেন। এরপর হরিণটিকে বনের করমজন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পুনরায় বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।