UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যর অভিযোগে যুবক আটক

ঊষার আলো
মার্চ ১৩, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ।
১২ মার্চ শুক্রবার গভীর রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। শনিবার বিকেলের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের চোখে পড়ে। পরে রনির শাস্তির দাবিতে স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ শুরু করে।
বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে রনির বাবা জহর লাল দাসকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম ঢাকা থেকে রনিকে আটক করে।

 

(ঊষার আলো-এম.এইচ)