ঊষার আলো রিপোর্ট : নরসিংদীতে আজ ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। পাশাপাশি শহরের প্রধান সড়কসহ প্রায় সকল সড়কে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বন্ধ রাখা হয়েছে। আজ হেফাজতের ডাকা হরতালকে কেন্দ্র করে ভোর ৬টা থেকে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করেন হেফাজতের কর্মীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের জেলাখানা মোড়সহ মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে হেফাজতের কর্মীরা বিক্ষাভ মিছিল করছে। আনুমানিক ৩ হাজার কর্মী এই মিছিলে অংশ নিয়েছে। এ সময়ে ‘দুনিয়ার মুসলিম, এক হও, ‘মোদির ২ গালে, জুতা মারো তালে তালে’, ‘আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই’ ইত্যাদি স্লোগানে উত্তাল করে রাখে রাজপথ। অন্যদিকে, মহাসড়কের উভয়পাশে ২ কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকের সারি দেখা যায়।
এ সময়ে কথা হয়েছে কয়েকজন আন্দোলনকারীদের সাথে। তারা বলেছেন, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের বাইরে গুলি করা হয়েছে। আবার কট্টর মুসলিম বিরোধী মোদিকে এদেশে সাদরে গ্রহণ করা হয়েছে। এর প্রতিবাদে আমাদের হরতাল।
অন্যদিকে পর্যাপ্ত পুলিশ ও র্যাব উপস্থিতি থাকলেও এ বিষয়ে আপাতত কোন কথা বলতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর।
(ঊষার আলো- এম.এইচ)