UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে উড়ে গেল তরুণের পা

usharalodesk
নভেম্বর ১৬, ২০২২ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলীর ৪৬-৪৭ এলাকায় মাইন বিস্ফোরণে মো. বেলাল (৩২) নামে এক বাংলাদেশি তরুণের পা উড়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।আহত বেলাল কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা। সূত্রে জানা যায়, গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্টে যান বেলালসহ কয়েকজন।

এসময় মাইন বিস্ফোরণে বেলালের এক পা উড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, সীমান্ত এলাকায় ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। তার এক পায়ের নিচের অংশ উড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছেন।

ঊষার আলো-এসএ