ঊষার আলো ডেস্ক : নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে চুল আটকে খুলি উপড়ে প্রিয়াঙ্কা বাউড়ি নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগরদোলা ঘুরতে শুরু করলে প্রিয়াঙ্কার খোলা চুল কোনোভাবে আটকে যায় বেয়ারিং ও ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে আটকে পড়ে চুলসহ নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়াঙ্কা। কয়েক সেকেন্ড ঝুলে থাকার পর মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রিয়াঙ্কা প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। তার অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রিয়াঙ্কার।
এ ঘটনায় নিহতের পরিবার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
ঊষার আলো-এসএ