UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ঘনকুয়াশায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

usharalodesk
ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ঘনকুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অপরদিকে প্রায় একই সময়ে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁনপুর এলাকায় গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছেন।

নিহত ট্রাকচালক হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, ঘনকুয়াশায় কারণে বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় উভয় পাশ থেকে তিনটি করে ৬টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ অন্তত ৬-৮ জন আহত হয়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষণা করে।

এদিকে নাটোর-রাজশাহী মহাসড়কের সদরের চাঁনপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ হোসেন।

ঊষার আলো-এসএ