UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইলে মনির মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউপির পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনির নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। জানা গেছে, মনির ভাড়ায় অটোরিকশা চালাতেন। মঙ্গলবার রাতেও অটোরিকশা নিয়ে বের হন তিনি। তবে সকালে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানখেতে পাওয়া যায় তার মরদেহ।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ধানখেতে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মিজানুর রহমান আরও বলেন, পুলিশের ধারণা অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।