UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন অনেক এলাকা

ঊষার আলো
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহরের অনেক এলাকা।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের দুটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানানো যাবে।

ঊষার আলো-এসএ