UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে দগ্ধ চিকিৎসাধীন যুবকের মৃত্যু

usharalodesk
মার্চ ১০, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১ পরিবারের ৬ জনের মধ্যে মো. মিশাল (২৬) নামে ১ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। মৃত মিশাল পেশায় পোশাক শ্রমিক। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় দগ্ধ মৃত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, ২ শ্যালক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে চিকিৎসাধীন থেকে মিশাল নাম ১ জনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ওই পরিবারের আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরও ১০ থেকে ৮০ শতাংশ দগ্ধ।
ওই পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর পতেঙ্গায় ছায়াবিথি আবাসিক এলাকার একটি ৬ তলা একটি ভবনে থাকতেন ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম মাসদাইর শেরেবাংলা লিংক রোডের ছায়াবীথি আবাসিক এলাকার সৌদি প্রবাসী আকবরের হাজি ভিলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের কাঠের একাধিক দরজা ও লোহার জানালা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।
বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

 

(ঊষার আলো-এম.এইচ)