UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

usharalodesk
জুলাই ৫, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একটি কারখানার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হল- আসাদুজ্জামান (৩২), মুস্তাক আহমেদ (৪২), মো. ফারুক (৪৫) ও তোফিজুল (৫০)।
এরা সবাই আলনূর পেপার এন্ড বোর্ড ফ্যাক্টরির নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল তারা। ৪ জুলাই রোববার দিবাগত রাত ২টায় তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে চলে গেছে ফারুক। অন্যদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে দগ্ধ ৪ জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে মুস্তাক আহমেদ ৭৮ শতাংশ, আসাদুজ্জামান ৭৫ শতাংশ, ফারুক ৫ শতাংশ ও তোফিজুল ৬৮ শতাংশ দগ্ধ হয়েছে।
৭৮ শতাংশ দগ্ধ সিকিউরিটি অফিসার মুস্তাক আহমেদ জানান, রাত ১টা থেকে সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দ বিস্ফোরণ ঘটে। কিছুই বুঝতে পারিনি, মুহূর্তেই আমার সারা শরীর পুড়ে গেল।

(ঊষার আলো- এম.এইচ)