ঊষার আলো ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানসহ টার্ম পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর ইউনিয়নের ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার একটি রুটিনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হতে হয়। পরে বাইরে থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়। যাতে করে বিষয়টি সবার দৃষ্টির আড়ালে থাকে।
যেখানে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারি নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মনীতির তোয়াক্কা না করে ও স্থানীয় প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে পরীক্ষা নিচ্ছে। এতে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়াসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে অভিভাবকরা শঙ্কা করছেন।
এ বিষয়ে কথা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন, ফয়সাল, সুজনসহ আরও অনেকের সাথে।
তারা জানায়, স্যাররা আমাদের যেভাবে নির্দেশ দেন আমরা তাই করি। রুটিন অনুসারে স্কুলে যেয়ে পরীক্ষার প্রশ্ন ও খাতা নিয়ে বাড়িতে এসে লিখে আবার স্কুলে খাতা জমা দেই।
ইউসুফগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
(ঊষার আলো-এমএনএস)