UsharAlo logo
মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীন-পাকিস্তানের

pial
জুন ১৪, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চীন-পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক সাহায্য-সহযোগিতা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পাকিস্তান-চায়না জয়েন্ট মিলিটারি কো-অপরাশেনের (পিসিজেএমসিসি) ব্যানারে ৩ দিন (৯ জুন-১২ জুন) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে বৈঠক হয় চীনের সিএমসির ভাইস-চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউক্সিয়ার।

বৈঠক শেষে সোমবার চায়না’স সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সাথে সামরিক যোগাযোগ, সহযোগিতা, ব্যবহারিক এবং প্রয়োজনীয় সামরিক সহায়তায় চীন বরাবরই আগ্রহী। চীন বিশ্বাস করে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরো বাড়ানো হলে এ অঞ্চলের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। কারণ চীন ও পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক পরীক্ষিত এবং টেকসই।

পাকিস্তান ও চীনের মধ্যকার এ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু গত শতকের ষাটের দশক থেকে। গত ৬ দশকে উপমহাদেশ এবং আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তন ঘটলেও দুই দেশের সম্পর্ক অপরিবর্তনীয় রয়েছে।

(ঊষার আলো-এসএইস)