UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিপাহ ভাইরাসে ৭ জনের মৃত্যু

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চলতি বছরে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ‌্যে সাত জনই মারা গেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, আমরা যদি শুধু খেজুরের রস খাওয়া বন্ধ করে দিতে পারি তাহলেই এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারব। নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ ভাইরাস রোধে প্রয়োজন সকলের সাবধানতা ও সচেতনতা।

সতর্কতা অবলম্বন করে রস খাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই এমনটা বলেন যে, তারা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করেন। এটা আসলে ভুল। গাছে আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখুন, আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস ছড়াই।

ঊষার আলো-এসএ