ঊষার আলো ডেস্ক : নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার (১৪ ডিসেম্বর) সকালে গিয়েছিলেন ২০১৩ সালে গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায়। প্রায় আধা ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।
মার্কিন দূতাবাস সূত্র জানায়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বৈঠক শেষ না করে সেখান থেকে চলে যান পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন। রাষ্ট্রদূত বিষয়টি এরই মধ্যে তার সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছেন। হট্টগোলে পরে নিরাপত্তা নিয়ে চিন্তিত মার্কিন রাষ্ট্রদূত তাৎক্ষণিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়ে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে।
মার্কিন দূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ‘হঠাৎ করেই জরুরী ভিত্তিতে মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে উনি (মার্কিন রাষ্ট্রদূত) বললেন, একটি বাসায় গিয়েছিলেন। সেখানে বাসার বাইরে অনেক লোক ছিল।
তারা উনাকে কিছু একটা বলতে চাচ্ছে। উনার সিকিউরিটির লোকেরা উনাকে বলেছে- আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কারণ, ওরা (লাকগুলো) আপনার গাড়ি ব্লক করে দিবে। নিরাপত্তা অনিশ্চয়তায় তিনি (রাষ্ট্রদূত) তাড়াতাড়ি চলে গেছেন এবং এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন।
আমি ওনাকে বললাম- আপনার নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের। আপনার উপর বা আপনার রোকের উপর কেউ আক্রমন করেছে? উনি বললেন যে, না। গাড়িতে হয়তো দাগ লেগেছে। আমি বললাম আপনি যদি অধিকতর নিরাপত্তা চান আমরা দেব। আপনি ওখানে গেছেন এ খবরটা কে প্রকাশ করলো? আমি বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো কিছুই জানিনা।
এই তথ্যটা লিক করলো কে? উনি তার উত্তর দিতে পারেননি। আমরা আপনার নিরাপত্তা দেব, আপনি বরং বের করেন আপনার জাওয়ার তথ্যটা কে লিক করলো, আপনার লোকেরাও তো করতে পারে। কিন্তু উনি একটু দুশ্চিন্তায় আছেন।
আর আমি মিডিয়াকে আটকাতে পারবো না। আমাদের মিডিয়া খুব সোচ্চার। যখনই কিছু হয়, তারা (মিডিয়া) এটার পিছনে লেগে থাকে। আপনি যদি চান আমি মিডিয়াকে দশ বা বিশ ফুট দূরে রাখতে পারি। কিন্তু আমি মিডিয়াকে না করতে বা বাধা দিতে পারবোনা। আপনার ওখানে যে লোকজন গেছে, আমি তাদেরকেও বাধা দিতে পারবো না। আমরা যেটা করতে পারি, আপনার প্রটেশশনের জন্য তাদেরকে দূরে রাখতে পারি।
তারা তাদের বক্তব্যে ও মতামত দিবে, আমি তাদেরকে বাধা দিতে পারবোনা। যদি আপনি বা আপনার লোকের উপর যদি কেউ আক্রমণ করে, পাবলিক ও প্রাইভেট প্রপার্টি কেউ যদি নষ্ট করে, তাহলে আমি তাদেরকে গ্রেফতার করতে পারবো। এর বাইরে আমি কিছু করতে পারবোনা। আমরা আপনার প্রটেশশন অবশ্যই দেবো।’