UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিরালায় ধারালো চাপাতি দিয়ে যুবককে কুপিয়ে জখম

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা কাঁচা বাজারের পিছনে আসাদুজ্জামান মিথুন (২৮) নামক এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করা হয়েছে।

খোজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী)  রাত পৌনে ৮টায় কতিপয় সন্ত্রাসী নাসিম ,ইমরান’ লনি, জনি মিলে মিলে ধারালো চাপাতি দিয়ে বাম পায়ের গোড়ালিতে ৫ টি/ডান পায়ের গোড়ালিতে ২টি/ডান হাতের কব্জিতে ১টি এবং তালুতে ১টি /ডান হাতের তর্জনই আংগুল কুপিয়ে মিথুনকে গুরুতর জখম করে পালিয়ে যায় ।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুমক হাসপাতালে নিয়ে আসে। তাকে সার্জারী-০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন । বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে।

ঊআ/বিএস