UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া-ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

usharalodesk
জানুয়ারি ১, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২৪ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) এবং ইরানের ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপে দায়ী করা হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের কার্যনির্বাহী সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনি প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালিয়ে আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।

তিনি বলেন, গণতন্ত্রের ক্ষতি ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বদা সজাগ থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মস্কোভিত্তিক সেন্টার ফর জিওপলিটিক্যাল এক্সপার্টিজ (সিজিই) এবং এর পরিচালক ভ্যালেরি মিখাইলোভিচ কোরোভিনের পাশাপাশি ইরানের আইআরজিসি-সম্পর্কিত কগনিটিভ ডিজাইন প্রোডাকশন সেন্টারকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। তার নেতৃত্বাধীন রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদ এবং সিনেটেরও নিয়ন্ত্রণ লাভ করে। এর ফলে মার্কিন কংগ্রেসে তাদের প্রভাব বৃদ্ধি পায়।

মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের বিষয়। রাশিয়া এবং ইরান তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ইরান এবং রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণা ও সাইবার কর্মকাণ্ড ঠেকাতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

নিষেধাজ্ঞার ফলে উল্লিখিত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে এবং তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হবে।

ঊষার আলো-এসএ