UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ আমজাদ হোসেন খাঁন

koushikkln
জুলাই ১৪, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের আইন বিভাগের পরিচালক মোঃ আমজাদ হেসেন খাঁন নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। গত ৯ জুলাই তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসিন করা হয়।
মোঃ আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে ¯œাতক এবং পরবর্তিতে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয় বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ও ডিএআইবিবি সাফল্যের সাথে সম্পন্ন করেন এবং আইবিবি’র নিয়মিত পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা ও বরিশাল অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, এসএমই এন্ড স্পেশাল প্রোগামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগসহ প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি’র প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেমিয়া সফর করেন।

ঊআ-বিএস