UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে কাভার্ড ভ্যান, ২ পথচারী নিহত

ঊষার আলো
জুন ৩০, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার মাহমুদাবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে চলে যায়। এ সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

দুজন নিহতের বিষয় নিশ্চিত করে ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

ঊষার আলো-এসএ