UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

usharalodesk
আগস্ট ১৩, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নদীর প্রচণ্ড স্রোত এবং বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দিলো ফেরি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টায় মাদারীপুর বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামের ফেরি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ফেরির চালক মো. বাদল হোসেন এ খবর নিশ্চিত করেন।

বাদল হোসেন জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু বৈরি আবহাওয়ায় পদ্মা নদীর প্রচণ্ড স্রোত এবং বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ফলে ফেরির একপাশে ফাটল ধরে।

তিনি আরও জানান, ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানিও ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। পরে ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসা গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাদল হোসেন বলেন, ফেরিটির কারিগরি ত্রুটি ছিল। বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা শিমুলিয়াঘাট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

(ঊষার আলো-আরএম)