UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ করায় প্রথম জরিমানা

koushikkln
মে ১০, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ করার অপরাধে প্রথম বারের মত গৃহকর্তা কিংবা ভবন মালিককে জরিমানা করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী পৌর এলাকার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তিরা পৌরসভার অনুমোদন না নিয়েই সরকারি নির্দেশনা উপেক্ষা করে যত্রতত্র ভবন নির্মাণ করে চলেছে। এতে একদিকে পৌর এলাকার মধ্যে যে বিল্ডিং কোর্ড বা আইন রয়েছে সেটি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। অপর দিকে এ ধরণের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন কিংবা পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরণের ভবন নির্মাণের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অবশেষে খোঁজ নিয়ে জানাগেছে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী এলাকায় জনৈক ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছে। এ ক্ষেত্রে ভবনটি নির্মাণের পূর্বে পৌরসভার কোন অনুমতি নেওয়া হয়নি। এমনকি রাস্তা কিংবা ড্রেনেজ ব্যবস্থার জায়গা না রেখেই মূল সড়ক বরাবর ভবন নির্মাণ করেছেন।

বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর। উপজেলা প্রশাসনের নির্বাহী এ ম্যাজিস্ট্রেট রোববার সরেজমিন গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট ভবন মালিককে ২ হাজার টাকা জরিমানা ও নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনের আংশিক অপসারণ করার জন্য নির্দেশনা দেন। পৌর এলাকার মধ্যে নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ করার অপরাধে এটিই প্রথম সাজা। আগামীতে যারা পৌর এলাকায় ভবন নির্মাণ করবেন তাদের জন্য এ ধরণের সাজা পূর্ব সতর্কতা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সচেতন মহল।