UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেই শৈত্য প্রবাহ, রাতের তাপমাত্রা আরও বাড়ার আভাস

usharalodesk
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : একদিনের ব্যবধানে দেশ থেকে শৈত্য প্রবাহ উধাও! গতকালও দেশের চার জেলা নীলফামারি, কুড়িগ্রম, পঞ্চগড় ও মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ ছিল। দ্রুতই পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায়  শীত কমার পাশাপাশি রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঊষার আলো-এসএ