UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেপালে বিধ্বস্ত প্লেনের ২১ যাত্রীর লাশ উদ্ধার

pial
মে ৩১, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের ২২ জন আরোহীর মাত্র ১ জনকে খুঁজে পাওয়া যায়নি। বিধ্বস্ত প্লেনটির ২১ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মে) দেশটির উত্তরাঞ্চলের মুসতাং জেলার দুর্ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিখোঁজ আরেক যাত্রীকে খুঁজতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা, এমনটাই জানিয়েছেন নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ।

বিধ্বস্ত প্লেনটিতে যাত্রীদের মধ্যে ৪ জন ভারতীয়, ২ জন জার্মান এবং ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। প্রতিকূল আবহাওয়া ও পর্বতভূমি হওয়ায় উদ্ধার কাজ ব্যহত রয়েছে। প্লেন বিধ্বস্তের ঘটনাটির তদন্তে নেপাল সরকার একটি প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন।

গত রবিবার (২৯ মে) সকালের দিকে পর্যটন শহর পোখারা থেকে আরেক পর্যটন শহর ও তীর্থস্থান জমসনে যাচ্ছিলন তারা এয়ারের ৯৯-এনএইটি প্লেনটি। তবে অবতরণের মাত্র ৫ মিনিট আগেই প্লেনটি নিখোঁজ হয়।

সূত্র : বিবিসি।

(ঊষার আলো-এসএইস)