UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্ত ১১১ জন

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীতে নতুন করে ১ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১১১ জন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ ভাগ। গত ৪ এপ্রিল রোববার আক্রান্তের সংখ্যা ছিল ২৩।
৫ এপ্রিল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেছেন, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, বেগমগঞ্জে ৩৯, কোম্পানীগঞ্জে ১৫, কবিরহাটে ৯, সোনাইমুড়ীতে ৭, সেনবাগে ৩, হাতিয়ায় ৩, চাটখিলে ২ ও সুবর্ণচরে ১ জন রয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ২০৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ৫২৫ ও আইসোলেশনে রয়েছে ৫৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় জেলার ২টি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যু ৯২ জন। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে লকডাউনের প্রথম দিন সকাল থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ বাজারে মানুষের তেমন একটা ভিড় দেখতে পাওয়া যায়নি। বিভিন্ন সড়কে ছোটখাট কয়েকটি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।

(ঊষার আলো: এম.এইচ)