UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পকিস্তানে এশিয়াকাপ খেলতে যাবে ভারত

ঊষার আলো
মার্চ ১৮, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্স ডেস্ক : রাজনৈতিক কারণে ২ দেশের মুখ দেখাদেখি বন্ধ। বহু বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজও হয় না। আইসিসির ইভেন্ট ছাড়া ২ দলের দেখা হয় না। এমনকী এশিয়ার আসরগুলো নিয়েও হয় সমস্যা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি জানান, আগামী ২ বছরের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে। ২০২৩ এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে।
মানি জানান, ২০২২ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে পাকিস্তানে এ প্রতিযোগিতা হবে । আমি অত্যন্ত আশাবাদী ততদিনে দুই দেশের রাজনৈতি সম্পর্কের উন্নতি হবে ও ভারতীয় দল আমাদের দেশে খেলতে আসবে। সম্প্রতি পিছনের দরজা দিয়ে এমন কিছু হয়েছে। যেটি দুই দেশের সম্পর্কের উন্নতি করার ক্ষেত্রে ইতিবাচক। আর ভারত যদি শেষ পর্যন্ত খেলতে আসে, তাহলে সেটা পাকিস্তানের ক্রিকেটের জন্য বিরাট বড় পদক্ষেপ হবে।

(ঊষার আলো-আরএম)