UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে হিন্দু ধর্মাবলম্বীদের বারুনী স্নান শুরু

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব বারুনী স্নান বা গঙ্গাস্নান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারী নামক স্থানে করতোয়া নদীতে শুরু হয়েছে ।
প্রতিবছর এই তীথিতে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী নামক স্থানে করতোয়া নদীর দুধারে এই স্নান অনুষ্ঠিত হয়। মূলত হিন্দু শাস্ত্রমতে উত্তর স্রোতমুখী নদীর পানিতে স্নান করলে নবজীবন বা পূর্নতা লাভ করে, আর সে কারণে এই তীথিতে দেশের বিভিন্ন জেলা হতে হিন্দু ধর্মাবলম্বীর হাজার হাজার নারী-পুরুষ এখানে পূজা অর্চনা করতে আসে। কেউ কেউ আবার পিতামাতা আত্মার আত্মতুষ্ঠির জন্য এখানে এসে স্নান ও মাথা ন্যাড়া করে পূজা অর্চনা করেন।
এই স্নান উপলক্ষে প্রতি বছর জামজমকভাবে মেলা বসে। গত বছর এবং এবারে করোনার কারণে সরকারিভাবে বাঁধা থাকলেও ধর্মপ্রাণ অনেকে আসেনি। তবে আইনশৃংখলা বাহিনীর কেউ না থাকায় স্বাস্থ্য বিধি মানা হয়নি। হিন্দুদের মতে এ স্নান ৩ দিন চলে। তবে মেলার কার্যক্রম থাকে ৭ থেকে ১৫ দিন।

(ঊষার আলো-এমএনএস)