ঊষার আলো ডেক্স : পটুয়াখালীর বাউফল উপজেলায় মামলার জেরে জাহিরুল ইসলাম ও জাহিদুল ইসলাম নামে ২ ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা গ্রামে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত ২ সহোদর বর্তমানে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা গ্রামে ২০২১ সালের ডিসেম্বরে জহিরুলের মা বিউটি বেগমের সাথে প্রতিবেশী নুরুল হক সিকদারদের জমিজমা নিয়ে মারামারি হয়। পরে বিউটি বেগম শ্লীলতাহানির অভিযোগ এনে বাউফল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় চার্জশিটভুক্ত আসামি নুরুল হক সিকাদের ছেলে ১ নম্বর আসামি রাকিব এবং ২ নম্বর আসামি সজিব মঙ্গলবার আদালতে হাজির হলে আদালত রাকীবকে কারাগারে প্রেরণ করেন।
এতে ক্ষুদ্ধ হয়েই ওই দিন রাত ৮টার দিকে আসামি সজিব ও তার দলবল নিয়ে এলাকায় এসে জাহিরুল ইসলাম ও জাহিদুল ইসলামকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার বাদী বিউটি বেগম বলেন, মামলায় ১ নম্বর আসামি রাকিবকে আদালত কারাগারে পাঠালে অপর আসামি সজিব ক্ষুদ্ধ হয়ে আমার সন্তানদের খুন করার জন্য এই হামলা করেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে নুরুল হক সিকদার বলেন, আমার ছেলে লিয়াকতকে তারা ২ ভাই কোনো কারণ ছাড়াই কুপিয়ে হত্যা করতে চেয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনা জানার পর খোঁজ খবর নিয়েছি।
(ঊষার আলো-এসএইস)