UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দেবে বিএনপি, পাত্তা দিচ্ছে না আ.লীগ

koushikkln
ডিসেম্বর ১০, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সমাবেশে ঘোষণার পর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা। রবিবার (১০ ডিসেম্বর) সকালেই পদত্যাগপত্র জমা দেবেন সাত সংসদ সদস্য। তবে বিএনপির এ সিদ্ধান্তে পাত্তা দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, এতে সংসদ অচল হবে না, এস আসনে প্রয়োজনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবার জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানালেও তাকে সাড়া দেয়নি দলটি। বিএনপি নেতারা জাপা সংসদ সদস্যদের পদত্যাগের জন্য সমাবেশ থেকে আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স গণমাধ্যমকে জানান, ‘বিএনপির সংসদ সদস্যরা রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সংসদে যাবেন। সেখানে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগপত্র জমা দেবেন। ’

এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশে দলটির সাত এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা চলছিল।
গণসমাবেশে জানানো হয়, তারা একসঙ্গে সংসদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে তারা স্পিকার বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পরে তারা স্বহস্তে পদত্যাগপত্র জমা দেবেন।

রুমিন ফারহানা তার বক্তৃতায় বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। আমরা ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছি। ’

৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

এদিকে বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বরের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর?’