UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ঊষার আলো
আগস্ট ১৩, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পানিবৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মায় স্রোতের তীব্রতা বেড়েছে। প্রবল স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করতে না পারায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাভাবিক সময়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারে ত্রিশ মিনিটের মতো সময় লাগতো। পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতে ফেরিগুলো পারাপারে ১০ থেকে ১৫ মিনিট সময় বেশি নিচ্ছে। ফলে, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনগুলোকে ফেরিতে উঠতে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩শ ট্রাক, ৫০টির মতো দূরপাল্লার বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে, ছোট যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক ফারুক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি যত বৃদ্ধি পাচ্ছে ঠিক তত নদীতে স্রোত বাড়ছে। যমুনার পানি বাড়ার ফলেই পদ্মার পানি বেড়েছে।

(ঊষার আলো-আরএম)