UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় মাঝপথে ফেরিতে আগুন

koushikkln
জুন ১১, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো ডেস্ক:মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় একটি ফেরিতে আগুন লেগেছে। শনিবার (১১ জুন) ভোর ৫টায় পদ্মা নদীর মাঝিকান্দি চ্যানেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘাট ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো ফেরি রোকেয়া। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লাগে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়।

ফেরিতে থাকা এক প্রাইভেটকার চালক মো. বিল্লাল বলেন, ‌‘আমি আমার স্যারকে নিয়ে মাদারীপুর যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি ফেরিতে আগুন অনেক ধোঁয়া। মানুষ ছোটাছুটি করছে। আমরা অনেক ভয় পেয়েছি। তবে তেমন কিছু হয়নি। দ্রুত আগুন নেভানো হয়। পরে ফেরিতে থাকা প্রায় ৪০ গাড়ি নিরাপদে নদী পার হয়েছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০টি গাড়ি ও যাত্রী-চালকদের নিয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো।  ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে  এ আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করেন ফেরির লোকজন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে অক্ষত অবস্থায় ফেরিটি মাঝিকান্দি ঘাটে  আনলোড করেছে। পরে আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে।।’