ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছরের জন্য এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের স্থলাভিষিক্ত হলেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ এই অধ্যাপক।
ঊষার আলো-এসএ