UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষা স্থগিত

pial
ডিসেম্বর ১৪, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিভিন্ন ক্যাটাগরির ৭১৪টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, গত ১৮ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সব পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পদে নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য পরবির্ততে পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ হবে।

সিনিয়র নকশাবিদ, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, নকশাবিদ, ইনুমারেটর, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, ক্যাশিয়ার কাম ইউডিএ, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র নকশাবিদ, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ডুয়েল ডেটা অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, মেশিনম্যান, চেইনম্যান, অফিস সহায়ক এবং লোডার।

উল্লেখ্য, ১৪টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১০ মাস পর গত ২৩ নভেম্বর এসব পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের পরীক্ষা ২ ডিসেম্বর নেওয়া হয়।

(ঊষার আলো-এফএসপি)