ঊষার আলো ক্রীড়া ডেস্ক : দ্বিতীয়ার্ধে উত্তেজনাকর লড়াইয়ে শেষ হাসি হাসলো রোনালদোর পর্তুগাল। খাতা কলমে বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি ঘানা। বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ের সবচেয়ে নিচে তারা (৬০), অন্যদিকে পর্তুগালের অবস্থান ৯ নম্বরে। তারপরও রোনালদোদের ভয়ই পাইয়ে দিয়েছিল ঘানা। প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে লিড নেয় পর্তুগাল। আট মিনিট পরেই সমতা, ঘানার পক্ষে গোল করেন আন্দ্রে আয়া। এরপর ৭৮ ও ৮০ মিনিটে পরপর দুই গোল করেন জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও। স্বস্তি ফেরে পর্তুগিজ শিবিরে। কিন্তু ৮৯ মিনিটে ফের ব্যবধান কমান ঘানার ওসমান বুকারি। আবারও উত্তেজনা ছড়ায় ম্যাচে। শেষ পর্যন্ত অবশ্য সব শঙ্কা উড়িয়ে ঘানাকে ৩-২ গেলে হারিয়েছে পর্তুগাল।
এদিন দারুণ এক রেকর্ডও করে ফেলেছেন ক্রিস্টিয়ানো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন তিনি।
ম্যাচের শুরুতে প্রথম থেকেই বলের দখল পর্তুগালের হাতে। দুই প্রান্ত ধরে আক্রমণে যায় তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। প্রথম কয়েক মিনিটে তেমন ভাবে সক্রিয় হতে দেখা যায়নি রোনালদোকে।
১০ মিনিট প্রথম সুযোগ পান সিআর সেভেন। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ১২ মিনিটে আবার গোল করার সুযোগ পান তিনি। এ বার হেডে। কিন্তু ঠিক জায়গায় বল লাগাতে পারেননি। তাই পোস্টের বাইরে দিয়ে বল বেরিয়ে যায়। ৩১ মিনিটে ঘানার গোলে বল জড়ান রোনালদো। কিন্তু ফাউলের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। ০-০ স্কোর নিয়ে শেষ হয় প্রথমার্ধ।
ওদিকে দিনের অপর সুইজারল্যান্ড-ক্যামেরুন ম্যাচে ১-০ জয় পেয়েছে সুইজারল্যান্ড আর উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ হয়েছে গোল শূণ্য ড্র।