UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাঁচ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

usharalodesk
জুলাই ১৮, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত পাঁচ দিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত পত্র মারফত বিষয়টি জানা যায়।

পত্রের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার ছুটি শেষে আগামী ২৫ জুলাই থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি ফের শুরু হবে।

আরও জানা যায়, স্থলবন্দর বন্ধের বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবি’র সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের বিপরীত দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পত্র মারফত অবহিত করা হয়।

(ঊষার আলো-এফসপি)