UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক শেখ আবুল কাশেম সিদ্দিক (৫৭) কে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সবজেল হোসেন বলেন, গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক পাইকগাছা থানাধীন কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষক হিসেবে বাচ্চাদের আরবি পড়ায়।

মঙ্গলবার (১৮ মার্চ) ওই মসজিদের ভিতর ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রতিদিনের ন্যায় ১৮ মার্চ সকাল সোয়া ৭টায় অন্যান্য শিশুদের সাথে ভিকটিম শিশু মসজিদে আবরি শিখতে যায়। মসজিদের ফ্লোরে সকল শিশুএকেত্রে অধ্যয়ণরত অবস্থায় গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক ভিকটিম শিশুকে পড়া দেয়ার নাম করে কাছে ডেকে নিয়ে সকল শিশুর সামনেই ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিম শিশুর চিৎকারে অন্যান্য শিশুরা বাধা প্রদান করলে সে ব্যর্থ হয়। এই বিষয়ে শিশুর পরিবারসহ আশেপাশের লোকজনদের মধ্যে জানাজানি হলে তারা ধর্মীয় শিক্ষক শেখ আবুল কাশেম সিদ্দিকে গণধোলাই দিয়ে পাইকগাছা থানা পুলিশকে অবহিত করে। পাইকগাছা থানা পুলিশ শেখ আবুল কাশেম সিদ্দিককে গ্রেফতার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বুধবার গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঊআ-বিএস