UsharAlo logo
রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের সাথে জামালের মতবিনিময়

usharalodesk
মে ২৬, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাইকগাছা উপজেলার চাদখালী, গদাইপুর, হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বুধবার (২৬ মে) পৃথক-পৃথক মতবিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে সাধারণ জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার জন্য উপস্থিত নেতৃবৃন্দদের অনুরোধ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, মুনসুর আলী গাজী, বেনজির আহমেদ বাচ্চু, নির্মল চন্দ্র অধিকারী, কওসার আলী জোয়ার্দার, নাহার আক্তার, মোহাম্মদ আলী জিন্নাহ, যুবনেতা জলিল তালুকদার, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জহির রায়হান, সৈয়দ আলী সরদার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, গাজী মিজানুর রহমান, দ্বীপ পান্ডে বিশ্ব, চঞ্চল রায়, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল, ফাইমিন সরদার, আহসান আহমেদ পাভেল, মিথুন সরদার, গোলাম রব্বানি, গফুর সরদার, ডাঃ আনিসুর রহমান, আবুল মেম্বর, ইছাউদ্দিন গাজী, মোঃ সাদ্দাম হোসেন, শেখ ছাফিয়ার রহমান, আবুল কাসেম, রহমত মোড়ল, মোঃ মেহেদী হাসান, মোঃ হাসানুজ্জামান, কামরুজ্জামান, দেবদাস দত্ত দেবু, সরদার জালাল, ইসমাইল মৃধা ইমন, বাদশা, নাফিজ, জয় প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)