ঊষার আলো প্রতিবেদক : পাইকগাছায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার(১৬ মার্চ ) জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, ১৫ মার্চ বিকেল পৌনে ৫টায় খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে এস আই বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্স পাইকগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় শিববাটি গ্রাম থেকে মোঃ সফিকুল ইসলাম (৪০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে পাইকগাছা গজালিয়া এলাকার বাসিন্দা মোঃ লুৎফর খাঁর পুত্র। এ ঘটনায় এস আই বিষ্ণুপদ হালদার বাদী হয়ে পাইকগাছা থানায় ওই আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন।