UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা ঐতিহাাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

usharalodesk
মার্চ ১, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা সোমবার (০১ মার্চ) সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। উপস্থিত ছিলেন-পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পাইকগাছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহার উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জুনাইয়েদুর রহমান, কওছার আলী জোয়াদ্দার, চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খান মোহাম্মাদ আলমগীর হোসেন, প্রভাষক মোমিন উদ্দীন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার নূর-ই-আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক অজিত সরকার, মোঃ খালেকুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা, উপানুষ্ঠানিক শিক্ষার উপজেলা প্রোগ্রামার শেফালী খাতুন, তথ্য কর্মকর্তা ত্বনী রাণী ও একটি বাড়ী একটি খামারের জয়া রাণী দাশ।
প্রস্তুতিমুলক এ সভায় আগামী ৭ মার্চ দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আয়োজনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়।