UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা পৌরসভার রাস্তা কেটে স্থাপন করা পাইপ অপসারণ

ঊষার আলো
মে ২৬, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার রাস্তা কেটে পাইপ স্থাপন করার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে এলাকার কতিপয় ব্যক্তিরা বালু সরবরাহ করার জন্য পৌরসভার শিববাটী সড়ক কেটে পাইপ স্থাপন করে। বুধবার (২৬ মে) সকালে উক্ত সড়ক পরিদর্শন করে পাইপ অপসারণ, সড়ক মেরামত সহ স্থাপনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওসি এজাজ শফী। পাইপ অপসারণের ন্যায় সকল অনিয়ম ও অপরাধ মূলক কাজ বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় উপজেলার ৪ গুরুত্বপূর্ণ ব্যক্তি এভাবেই কাজ করলে অপরাধমূলক কাজের প্রবণতা কমে আসবে বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকাবাসী।

(ঊষার আলো-এমএনএস)