UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাউবো’র রিং বাঁধভেঙ্গে খননকৃত  কপোতাক্ষ নদে লবণ পানি প্রবেশ ; মৎস্য ও পরিবেশের ক্ষতির আশংকা 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মে ১১, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা ও তালা উপজেলা সীমান্তের শালিখায় পাউবো’র রিং বাঁধ ভেঙ্গে খননকৃত কপোতাক্ষ নদে হুহু করে লবন পানি ঢুকেছে।শুক্রবার দুপুরে প্রবল জোয়ারে কাঠিপাড়া-শালিখাস্থ নির্মানাধীন ব্রীজ সংলগ্ন স্থানে বাঁধ ভেঙ্গে  লবন পানি প্রবেশের এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে বাঁধটি জোয়ারের চাপে ভাঙ্গলো? নাকি কেউ কেটে দিল কিনা? এ সম্পর্কে  স্থানীয়রা কেউ নিশ্চিত করে কিছু  বলতে পারেনি। তবে এ সময় স্রোতের মুখে স্থানীয়রা জাল দিয়ে মাছ ধরছিল।
জানাগেছে, খননকৃত কপোতাক্ষ নদে পর্যাপ্ত পরিমান রুই-গ্লাসকাপ জাতীয় মাছ রয়েছে।  বিকেলে এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ  রাজু হাওলাদারের কাছে মোবাইল করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
রিং বাঁধ ভেঙ্গে লবন পানি প্রবেশের ঘটনায় সন্ধ্যায় রাড়ুলী ইউপির ১নং ওয়ার্ড সদস্য কাঠিপাড়ার বাসিন্দা পিযুষ দাশ বাপ্পি জানান,ভাঙ্গন সম্পর্কে আমি অবহিত নই।