UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকা চুল কালো করুন আলুর খোসায়!

pial
ডিসেম্বর ৬, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পুষ্টির অভাবে অনেক সময় কম বয়সেই পেকে যায় চুল, আবার বংশগত কারণেও চুলে পাক ধরে অনেকের।

চুলের রং ফেরাতে অনেকেই নির্ভর করেন বাজারের কেনা ডাইয়ের ওপরও। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, অল্প বয়সে রাসায়নিক হেয়ার ডাইয়ের ব্যবহারে চুলের ও মাথার তালুর চুলের স্বাস্থ্য খারাপ হয়। তাই প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান করুন আর এজন্য আমাদের দূরে যেতে হবে না।
রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যার সমাধান হবে, আর সেটি হলো আলু, অবাক হচ্ছেন আলু রান্না করার সময় খোসা ফেলে না দিয়ে কাজে লাগান। আলুর খোসা দিয়েই প্রাকৃতিক উপায়ে তৈরি করুন ডাই।

তৈরি করতে প্রয়োজন হবে আলুর খোসা এক কাপ, প্যান, শ্যাম্পুর বোতল, চুল ডাই করার ব্রাশ, ময়েশ্চারাইজিং শ্যাম্পু, কন্ডিশানার ও তোয়ালে।

পদ্ধতি- প্যানে আলুর খোসা দিন, তারপর দু’কাপ পানি নিন। আঁচ বাড়িয়ে রাখুন, ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন।

এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন, এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল হতে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এ ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।

(ঊষার আলো-এফএসপি)