UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনেই তার চেয়ারে ইউটিউবার!

usharalodesk
মার্চ ৩১, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :পাকিস্তানের সব থেকে ছোট ইউটিউবার হলেন সিরাজ। সে সম্প্রতি সিলভার প্লে বাটন পেয়েছে। কিছু দিন আগে সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে গিয়ে সে রীতিমতো প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে নেয়। শাহবাজ শরিফকে দাঁড় করিয়ে নিজে সেই চেয়ারে বসে।

এদিন সিরাজ যে ভিডিওটি পোস্ট করেছে, সেখানে তাকে সে দেশের প্রধানমন্ত্রী অফিস ঘুরিয়ে দেখাতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্টে সে লেখে— ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা করলেন আমার সঙ্গে।’

এদিন এই অফিস ঘুরে দেখার সময় সেখানকার অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলে সিরাজ। হেসে হেসে সবার সঙ্গে কথা বলতে, মজা করতে দেখা যায় সেই খুদেকে। তার বোন মুসকানকেও দেখা যায় ভিডিওতে।

এই ভিডিওতে একটা সময় দেখা যাচ্ছে শাহবাজ শরিফ সিরাজকে তার চেয়ারে বসতে বলছেন। সেই সময়ই ভারি মজা পায় সে খুদে। আনন্দে লাফিয়ে উঠে সে বলে, ‘আজ আমি ওয়াজির এ আজম হয়ে যাব।’ মানে প্রধানমন্ত্রী।

মাত্র এক দিনে এই ভিডিওটি ইউটিউবে ১.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন।

ঊষার আলো-এসএ