UsharAlo logo
শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবির দায় যাকে দিলেন শেবাগ

usharalodesk
জুন ২০, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপজয়ীরা হেরেছে যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী দলের বিপক্ষেও। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের চেয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক ওয়াহাব রিয়াজেরই দায় বেশি দেখেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। তার মতে টিম গড়াতেই বড় গলদ ছিল পাকিস্তানের। যার দায়টা তিনি চাপিয়েছেন ওয়াহাব রিয়াজের কাঁধেই।

পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার পর ওয়াহাব রিয়াজ দলে ফিরিয়েছেন অবসর নেওয়া দুই ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে। তাদের নিয়মিত একাদশেও খেলিয়েছে পাকিস্তান। যা ভালো লাগেনি শেবাগের। যা নিয়ে ওয়াহাব রিয়াজের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবির কারণ জানাতে গিয়ে শেবাগ বলেন, ‘

ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমির; এমন দুটি নাম যারা একই টিভি চ্যানেলে পাশাপাশি বসে একটা সময় পাকিস্তান দলের সমালোচনা করেছেন। দল নিয়ে তাদের মন্তব্য দিয়েছেন…আজ তাদের একজন নির্বাচক (রিয়াজ) এবং একজন একাদশে (আমির) রয়েছেন।’

শেবাগ আরও বলেন, ‘যারা সমালোচনা করছিলেন, আজ যদি তাদের হাতে ক্ষমতা থাকে এবং নির্বাচক হয়ে যান, তখন তিনি প্রথমে কী করবেন? ‘‘মোহাম্মদ আমির আমার সাথে ছিলেন, আসুন তাকে নির্বাচন করি।’’ এমনটা হলে তো অজিত আগরকার (বিসিসিআই নির্বাচন কমিটির চেয়ারম্যান) বলবেন, এসো বীরু (শেবাগ), এসো জাক (জহির খান), আমি তোমার দলের হয়ে আবারও খেলার সুযোগ করে দেব।’

পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য নির্বাচকদের পক্ষপাতিত্ব এড়ানোর দিকে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন শেবাগ। বলেন, ‘আপনি একজন নির্বাচক হয়েছেন, আপনাকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আপনার দায়িত্ব আছে, এটির সঠিক ব্যবহার করুন, পক্ষপাতিত্ব করবেন না। প্রয়োজনে নির্বাচকদের কঠিন পদক্ষেপ নিতে হবে।’

ঊষার আলো-এসএ