UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে কোহলিকে স্বাগত জানালেন আফ্রিদি

ঊষার আলো
মে ১৯, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে আসার সম্ভাবনা কম ভারতের। এ জন্য ভারতের ম্যাচগুলো অন্য ভেন্যুতে করার আলোচনাও চলছে।

এমন সময়ই ভাইরাল হয়েছে পাকিস্তানের পর্বতারোহী শেহরোজ কাশিফের সঙ্গে বিরাট কোহিলির ভিডিওকল। কাশিফের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানে আসার আগ্রহ জানিয়েছিলেন কোহলি।

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে শনিবার একটি টেপ টেনিস টুর্নামেন্টের সময় কোহলির পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে।

আফ্রিদি উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কোহলির। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন কথাই আশা করেছিলাম। ওকে স্বাগত জানাই। কোহলি চাইলে এখানে আসতে পারে ভারতীয় দলের সঙ্গে কিংবা পিএসএল খেলতেও।’

আফ্রিদি পাকিস্তান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন তুলে ধরে বলেন, পাকিস্তানের এমন একজন খেলোয়াড় দরকার যে শুরুতে ছয় ওভার খেলতে পারে।

তিনি খেলোয়াড় হারিস এবং সাহেবজাদা ফারহানের জন্য ন্যায়বিচার হয়নি বলে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি।

ঊষার আলো-এসএ